বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এখন কানাডা জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এই দেশে পড়তে যাচ্ছেন। ২০২১ সাল পর্যন্ত দেশটিতে ৬ লাখ ২১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করেছেন। সহজ অভিবাসন নীতি ও প্রাকৃতির সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন।
তবে অনেক দেশের তুলনায় বর্তমানে কানাডায় পড়াশোনার খরচ একটু বেশি। স্ট্যাটিসটিকস কানাডার তথ্য অনুযায়ী, দেশটিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের এখন বার্ষিক টিউশন ফি প্রায় ২২ লাখ ৩৭ হাজার ৯৪ টাকা (২৯,৭১৪ কানাডিয়ান ডলার)।
তবে বিদেশি শিক্ষার্থীরা কানাডার শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের আর অর্থের চিন্তা করতে হয় না। তাঁরা নিজেদের ক্যারিয়ার নিয়েই ভাবতে পারেন।
ইউনিভার্সিটি অব ওয়াটারলু বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৪০টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে।ইউনিভার্সিটি অব ওয়াটারলু বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৪০টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে।ছবি: ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ইনস্টাগ্রাম থেকে নেওয়া২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের আট শতাধিক স্কলারশিপ ঘোষণা করেছে। এর মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের তথ্য তুলে ধরা হলো।
১. ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ানকানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানও। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট স্তরে প্রায় সব বিষয়ে বৃত্তির আবেদন গ্রহণ করছে।
ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ানইউনিভার্সিটি অব সাস্কাচুয়ানছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াএই বিশ্ববিদ্যালয়ে কানাডিয়ান স্কলারশিপের আওতায় সব বিষয়েই তিন হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীকে পড়াশোনা করার সুযোগ দেয়। স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে ফুল ফ্রি স্কলারশিপও আছে। স্নাতকোত্তর পর্যায়ে দুই বছরের জন্য প্রতিবছর ১৩ লাখ ৫৫ হাজার ১৭৫ টাকা (১৮ হাজার কানাডিয়ান ডলার) করে স্কলারশিপ দেওয়া হয়। আর পিএইচডি পর্যায়ে তিন বছরের জন্য প্রতিবছর ১৬ লাখ ৫৬ হাজার ৩২৫ টাকা (২২ হাজার কানাডিয়ান ডলার) করে স্কলারশিপ দেওয়া হয়।
২. ইউনিভার্সিটি অব ওয়াটারলুইউনিভার্সিটি অব ওয়াটারলু কানাডার সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৪০টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এখানে কোর্স ও দেশভেদে আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য আলাদা স্কলারশিপ আছে। এখানে কানাডিয়ান স্কলারশিপের আওতায় ৭ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকার বেশি (১০ হাজার কানাডিয়ান ডলারের বেশি) আর্থিক সুবিধা দেওয়া হয়।
ইউনিভার্সিটি অব ওয়াটারলুইউনিভার্সিটি অব ওয়াটারলুছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াএই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্কলারশিপের জন্য সরাসরি আবেদন করতে হয় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই যাচাই-বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে বৃত্তি দিয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় তিনটি বৃত্তি হলো—কর্নেল হিউ হেসলে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ, ফ্যাকাল্টি অব ম্যাথমেটিকস এন্ট্রান্স স্কলারশিপ ও ফ্রাঙ্ক অ্যান্ড জ্যানেট হিল স্কলারশিপ ফর উইমেন ইন ম্যাথ।
৩. ইউনির্ভাসির্টি অব আলবার্টাকানাডার কম্প্রিহেনসিভ একাডেমিক রিসার্চ ইউনিভার্সিটি (সিএআরইউ) হিসেবে পরিচিত ইউনির্ভাসির্টি অব আলবার্টা। পড়াশোনার উন্নত মানের কারণে বিশ্বের ১৫০টির বেশি দেশের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সব বিষয়েই আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম আছে। তবে এই মুহূর্তে কানাডিয়ান স্কলারশিপের আবেদন নেওয়া হচ্ছে। স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপও দেয় প্রতিষ্ঠানটি।
ইউনির্ভাসির্টি অব আলবার্টাইউনির্ভাসির্টি অব আলবার্টাছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াসম্প্রতি বিশ্ববিদ্যালয়টি ইংরেজি ভাষা দক্ষতার আইইএলটিএসের বাধ্যবাধকতা তুলে দিয়েছে। তাই এখন বিদেশি শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের আবেদন করতে পারবেন।
ম্যাকগিল ইউনিভার্সিটিম্যাকগিল ইউনিভার্সিটিছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াএই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কয়েকটি বৃত্তি হলো—আন্ডারগ্র্যাজুয়েট এন্ট্রান্স স্কলারশিপ, অ্যাথলেটিক স্কলারশিপ, কান্ট্রি স্পেসিফিক স্কলারশিপ ও স্পনসরড স্টুডেন্ট স্কলারশিপ।
৪. ম্যাকগিল ইউনিভার্সিটি২০২৩ সালের জন্য কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে ১ নম্বরে আছে ম্যাকগিল ইউনিভার্সিটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ আকর্ষণীয় এই বিশ্ববিদ্যালয়। এখানেও আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম আছে। আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে শিক্ষার্থীদের ৬ লাখ ৩৯ হাজার ৯৪৪ টাকা (৮,৫০০ কানাডিয়ান ডলার) স্কলারশিপ দেওয়া হয়।
৫. ডালহৌসি ইউনিভার্সিটিকিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২০২২ সালে সেরা ৩০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে কানাডার ডালহৌসি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ছাড়াও আর্থিক অনুদান দিয়ে থাকে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের সুবিধা আছে। এর আওতায় শিক্ষার্থীদের ৩৭ লাখ ৬৪ হাজার ৩৭৭ টাকা (৫০,০০০ কানাডিয়ান ডলার) মূল্যের স্কলারশিপ দেওয়া হয়। যা মাসিক উপবৃত্তি, বাসস্থান, টিউশন ফি ও স্বাস্থ্যবিমা পরিশোধ করে।
ডালহৌসি ইউনিভার্সিটিডালহৌসি ইউনিভার্সিটিছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াএই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কয়েকটি বৃত্তি হলো—চায়নিজ স্কলারশিপ কাউন্সিল-পিএইচডি স্কলারশিপ, দ্য প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড, ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ এবং জন ও লিনা গ্রাহাম কমনওয়েলথ বারসারি।
Disclaimers : jobcirculars ডাইরেক্টলি চাকরি দেয়না। এটা বাংলাদেশের সকল জব সার্কুলারগুলো আপনার সামনে নিয়ে আসে। অতঃপর, সেই সার্কুলার অনুসারে, আপনার যোগ্যতা অনুযায়ি, আপনাকে নিজেই আবেদন করতে হবে। চাকরি পাওয়ার ব্যপারে এই ওয়েবসাইট কোন প্রকার সহযোগিতা করেনা, করবেওনা । মনে রাখবেন - jobcirculars is one of the top job listing website in Bangladesh. বাণিজ্য মেলায় বিক্রয়কর্মী নিয়োগdhaka international trade fair 2019,dhaka international trade fair 2018 stall list,dhaka international trade fair paragraph,dhaka international trade fair 2018 map,dhaka international trade fair time schedule,dhaka international trade fair 2018 job circular,dhaka international trade fair 2016 stall list, part time job , part time job at Dhaka,dhaka international trade fair 2018 job circular,dhaka international trade fair jobs 2018,fair job circular,dhaka international trade fair 2019 job circular,ditf 2018 job circular, banijjo mela job 2018,ditf 2018 circular,banijjo mela 2018 offerDATUM Architecture ,Job অভিজাত জব আদমজী ইপিজেড জব আড়ং জব নিউ ইউ এস বাংলা এয়ারলাইন্স ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংক জব এইচ এস সি পাশ জব এইচ এস সি ২০১৮ রুটিন এম সি সি লিমিটেড জব এস এস সি পাশ সরকারি জব গ্রিন ভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার জবইন ব্যাংক টেলিটক জব ডেটাম আর্কিটেকচার (DATUM Architecture) সার্কুলার ডেটাম আর্কিটেকচার সার্কুলার পরিক্ষার রুটিন পানি উন্নয়ন বোর্ড জব বসুন্ধরা সিটিতে জব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি বানিজ্য মেলা জব বানিজ্য মেলার চাকরি বানিজ্য মেলা সার্কুলার বানিজ্য মেলায় চাকরি বানিজ্য মেলা ২০১৮ নিয়োগ বিনা অভিজ্ঞতায় জব ব্যাংক এশিয়া জব সার্কুলার ব্র্যক এ নিয়োগের সার্কুলার ভিভো মোবাইল জব মোবাইল কোম্পানিতে জব মোবাল জব মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে যমুনা ফিউচার পার্ক জব রবি জব রবিতে চাকরি বাকরি রবিতে জব রবি মোবাইলে সার্কুলার রিসেপশনিস্ট নিয়োগ সিংগার জব স্কুল এন্ড কলেজ এ জব হোটেল জব , bank job, result , latest bank job. Your Jobs partner Jobcirculars . JobCIRCULARS The site regularly updates Job Information.The vision of the company is to try provide jobs information and study tools share with others. We believe that share is the way to learning with each others. Fb: https://www.facebook.com/jobcirculars/ email: jobcircularsbd@gmail.com.
http://dlvr.it/Sdg3XC
http://dlvr.it/Sdg3XC
কানাডার সেরা ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ scholarship in Canada
Reviewed by WEB ADMIN
on
December 01, 2022
Rating:
No comments: