All My Offer

সিরিজের টাইটেল স্পন্সর ইস্পাহানী লিমিটেড

টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং টি-টোয়েন্টি হবে মিরপুরে। তার আগে আজ (রোববার) দুপুরে মিরপুরে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা ক রেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ-আফগান সিরিজের টাইটেল স্পন্সর ইস্পাহানী লিমিটেড। সঙ্গে পাওয়ার স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। রোববার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কনফারেন্স রুমে এই সিরিজের লোগো উন্মোচন অনুষ্ঠানে টাইটেল স্পন্সর আর পাওয়ার স্পন্সরের নাম ঘোষণা করে ক্রিকেট বোর্ড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, টাইটেল স্পন্সর ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ওমর হান্নান, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলমসহ অন্যান্যরা। চট্টগ্রামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। বাকি দুটি ওয়ানডে ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় ফিরে ৩ মার্চ হবে প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় ও শেষটি হবে আগামী ৫ মার্চ। sportshulk.com -Its Incredibly Sporting . our main focus provide more in-depth sports related information to all internet user . Primary we focus on cricket & football . in near future we will provide all sports related information
http://dlvr.it/SKK3s0
সিরিজের টাইটেল স্পন্সর ইস্পাহানী লিমিটেড সিরিজের টাইটেল স্পন্সর ইস্পাহানী লিমিটেড Reviewed by WEB ADMIN on February 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.